বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, দেশের মানুষের সেবার জন্য তিনি তার ছেলেকে উৎসর্গ করেছেন।
তিনি বলেন, ‘আমার বাবা আমাকে উৎসর্গ করেছিলেন আপনাদের সেবা করার জন্য। জীবনের প্রায় ৭৪ বছর আপনাদের সেবা করার সৌভাগ্য হয়েছে। এখন আমার ছেলে আসিবুর রহমান খানকে আপনাদের কাছে উৎসর্গ করে দিয়ে গেলাম।’
মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের পাকদী এলাকায় সার্বিক বাস ডিপোতে পৌর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধু বলেছেন, রাজনীতি করতে হলে রাজনীতিবিদদের নীতি থাকতে হবে, সাহসের সঙ্গে সত্য কথা বলতে হবে। শুধু সাহসের সাথে সত্য কথা বলিনি, সাহসিকতার সাথে নাশকতা ও সন্ত্রাসের মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ গড়ে তুলেছি।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী সেদিন আমাকে বলেছিলেন, ‘পরিবহন ব্যবস্থা সচল রাখার দায়িত্ব আমি দিচ্ছি।’ বিএনপি জামায়াত এই পরিবহন ব্যবস্থাকে পঙ্গু করে সরকারকে বিভ্রান্ত করতে চায়।’ আমি সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে বাংলাদেশে গাড়ি চলবে।”
শাজাহান খান বলেন, ‘৯৩ দিন বিএনপি জামায়াতের নাশকতা দেখেছেন। তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো মানুষ ছিল না, অনেক নেতাই ভয়ে রাজপথে বের হননি। সেদিন আমি তোমার ছেলে শাহজাহান খান রাস্তায় ছিলাম।
আমি কোনো হুমকির কাছে মাথা নত করিনি। ভবিষ্যতে কারো হুমকির কাছে মাথা নত করব না। আমি জনগণের জন্য রাজনীতি করি এবং জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত আছি।