Friday , January 3 2025
Breaking News
Home / Countrywide / আমার গলাটি চেপে ধরে নিজ শক্তি মত্তার জানান দেন: গোলাম মাওলা রনি

আমার গলাটি চেপে ধরে নিজ শক্তি মত্তার জানান দেন: গোলাম মাওলা রনি

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বেশ উত্তপ্ত হলেও কিছুটা শীতলতার দিকে রয়েছে যার কারন হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে সমালোচনা বেশ জোরালো ভাবে করে যাচ্ছে বিএনপির অনেক নেতা। যার মধ্য একজন হলেন গোলাম মাওলা রনি। তিনি সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে রাজনৈতিক বিষয়ের বাইরে একটি পোস্ট দিয়েছেন নিজের বিষয় নিয়ে। তার সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-

শুভার্থীদের সঙ্গে দেখা হলে প্রায় সবাই অভিযোগ করেন যে আমি নাকি বুড়ো হয়ে গেছি ! কেউ কেউ হাতখানি চেপে ধরে একটু ঝাঁকুনি দিয়ে বুঝার চেষ্টা করেন শরীরে বলশক্তি কিছু আছে কিনা !

ঘরের লোকজন সুযোগ পেলে আদর করে গাল টিপে দেন বা মাঝে মধ্যে অভিমানে আমার গলাটি চেপে ধরে নিজ শক্তি মত্তার জানান দেন ! জবাবে আমি কিছুই বলিনা । কারন হররোজ ১৮ ঘণ্টা অবিরত পরিশ্রম করার পর আয়নায় নিজের বদনখানি দেখার মতো সময় হয়ে উঠেনা ।

উল্লেখিত অবস্থায় গতরাতে হঠাৎ কি মনে করে একখানি ছবি তুলে ফেললাম ! এটিএন নিউজের টকশোতে গিয়ে রাত ১০টার সময় তোলা ছবি খানি দেখে এবার সত্যি করে বলুনতো আমাকে কি আসলেই ৬০ বছরের বুড়ো বলে মনে হচ্ছে !

About bisso Jit

Check Also

বন্ধ ঘোষণার এক সপ্তাহ না যেতেই খুলল এস আলম গ্রুপের ৯ কারখানা

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের নয়টি কারখানায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবার কাজ শুরু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *