গেল বেশ কিছু দিন ধরে খুলনার একটি ঘটনার রেশ ছড়িয়ে পড়েছিল সারা দেশে। খুলনায় নিজ বাড়ি থেকে উধাও হয়ে যায় মরিয়মের মা রহিমা বেগম। আর সেই থেকেই তার মেয়ে মরিয়ম মাকে খুঁজে বেড়ায় সবখানে।শেষ পর্যন্ত তার মাকে ফিরে পেয়েছেন তিনি।জানা গেছে টানা ২৮ দিন আত্মগোপনে থাকা রহিমা বেগমকে অবশেষে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে মাকে ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন মেয়ে মরিয়ম মান্নান।
তিনি লিখেছেন, ‘এই মাত্র দূর থেকে আমি আমার মাকে খুলনা ভিকটিম সেন্টারে দেখলাম। আমি আমার মাকে খুঁজেছি, পেয়েছি।আমার কলিজা শান্ত হয়েছে। আজকে ২৯ দিন পরে আমি জানলাম আমার মা ভিকটিম সেন্টারে আছেন। আমি নিজের চোখে মাকে দেখেছি, এটাই আমার শান্তি। এর থেকে শান্তি আমার আর কিছুই নেই। আমি চাই আমার মায়ের সঙ্গে কথা বলতে, আমি চাই আমার মাকে জড়িয়ে ধরতে।
মরিয়ম আরও লিখেছেন, ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব-৬, খুলনার পুলিশ ও প্রশাসনকে এবং ধন্যবাদ প্রশাসনিক সকলকে যারা আমার মাকে উদ্ধারে কাজ করেছেন। আজকে আমি ২৯দিন পরে স্বাভাবিক জীবনে ফিরব, ইনশাআল্লাহ।’
প্রসঙ্গত, এর আগেও একবার স্ট্যাটাস দিয়েছিলেন মরিয়ম মান্নান। সেই স্ট্যাটাস এ তিনি তার মায়ের মৃত্যুর খবর জানিয়েছিলেন সে সময়ে। তবে পুলিশ শুরু থেকেই জানিয়েছিল তার মা জীবিত আছেন। আর সেই কোথায় শেষ পর্যন্ত সত্যি হলো।