জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বছরখানেক বাকি থাকতেই বাংলাদেশের রাজনীতিতে একটি ভিন্ন অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ কিছুটা চাপে মুখে পড়েছে এবং আন্দোলনে নেমে বিএনপি কিছুটা সুবিধা পাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে সুসংগঠিত করতে ইতিমধ্যে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে ভিন্ন ধরনের মন্তব্য করলেন রাজনৈতিক সমালোচক পিনাকী ভট্টাচার্। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রকাশিত একটি পোস্ট হুবুহু তুলে ধরা হলো-
শেখ হাসিনার জন্য চিন্তা হইতেছে। রাতে নাকি ঘুম হইতেছে না উনার। ওষুধ মষুধ খাইয়া ঘন্টা দুই তিনেক ঘুমাইতে পারতেছেন তিনি। রাত্রে তিনি তন্দ্রায় ঢুইলা পড়েন কিন্তু নিদ্রা আসেনা। এই বয়সে এইটা খুবই বিপদজনক উপসর্গ। আবার আমারে জিগাইয়েন না আমি কেমনে জানলাম। সাবেক আর্মি অফিসাররে জিগাইয়েন সে কেমনে গোপনীয় প্রতিবেদন পায়। তাইলেই উত্তর পাইবেন।
হাসিনা কী করবে সেটা প্রেডিক্ট করা বা অনুমান করা কঠিন কোন কাজ নয়। আমি কোন গায়েবি ক্ষমতা অর্জন করিনি যে আমি এটার ভবিষ্যৎবানী করবো। আমি এটা বৈজ্ঞানিকভাবে অনুমান করার চেষ্টা করবো৷ না না চারুকলার বিজ্ঞান নয়। বিশুদ্ধ সাইন্টিফিক সার্চ। আসেন আমরা দেখি বিজ্ঞান কী বলে।
প্রসংগত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন সাধিত করেছেন উল্লেখযোগ্যভাবে, যেটা শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়েও তিনি প্রশংসা কুড়িয়েছেন। তবে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে তিনি দেশকে উন্নয়নের পথে নিয়ে গেছেন, এটা সর্বতোভাবে স্বীকৃত। অনেকে মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তি বিশেষভাবে দেশের উন্নয়ন ঘটানোর চেষ্টা করলেও ক্ষমতাসীনদের অধিকাংশ নেতারাই দলের মধ্য থেকে সুবিধা নিতে গিয়ে পরোক্ষভাবে জনগণকে শোষণ করেছে এবং অনেকের দ্বারা দেশের বিপুল পরিমাণ অর্থ বাইরে পাচার হয়েছে, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার
একার খেয়ালে লক্ষ্য করা সম্ভব নয়।