সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্যে মাংসের বিকল্প খাবার হিসেবে কাঁঠালের কথা বলেছিলেন। এবার তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা।এ নিয়ে এবার একটি বিশেষ লেখনী লিখেছেন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
প্রথমে শুনলাম ভাতের বদলে আলু খান। ভাতের ওপরে চাপ কমান! এরপরে শুনলাম মিষ্টি কুমড়া দিয়ে বেগুনী খান। এবারে আবার নতুন মেন্যু আসছে বুবুর থিকা। মাংসের পরিবর্তে কাঁঠাল খাওয়ার ডাক দিয়েছেন তিনি।
আমাদের ভোটচোরা প্রধানমন্ত্রী এখন দেশের কমেডিয়ানের খাতায় নাম লেখাতে চান।
দয়া করে মেহনতী দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে পরিহাস করা বন্ধ করুন।
প্রসঙ্গত, একটা সময়ে দেশের সেনাবাহিনীতে বেশ জনপ্রিয় একটি নাম ছিল মুস্তাফিজুর রহমান। কর্মরত অবস্থায় তিনি পেয়েছেন অনেক পদক তার কাজের জন্য। তবে অবসরের পর চলে গেছেন দেশ ছেড়ে। আর সেখানে থেকেই দেশের নানা ধরনের সব সমসাময়িক বিষয় নিয়ে করে থাকেন নানা ধরনের আলোচনা আর লেখালেখি।