সম্প্রতি গত কয়েকদিন আগেই জোরপূর্বক এক নারীকে রিকশা থেকে নামিয়ে সর্বস্ব কেড়ে নেয়ার ঘটনাটি প্রশাসনকে অবগত করার দায়ে এবার সেই রিকশাচালককে চিঠি দিয়ে হুমকি দেয়ার ঘটনায় গোটা এলাকাজুড়ে বইছে বেশ আলোচনা। আর এ অবস্থায় জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে খুলশী থানায় জিডি করেছেন ঐ রিকশাচালক।
জানা যায়, চট্টগ্রামের জিইসি এলাকায় এ মর্মান্তিক ঘটনার বিষয়ে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ নম্বরে ফোন করেন রিকশাচালক মো. আব্দুল হান্নান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে নি/র্যাতি/তা/কে উদ্ধার করে এবং অভিযোগে তিনজনকে আটক করে।
এদিকে পুলিশকে তথ্য দিলে রিকশাচালক আব্দুল হান্নানকে চিরকুটের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকির পর তিনি খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার (৩১ জুলাই) রাতে তিনি চট্টগ্রাম নগরীর খুলশী থানায় জিডিটি করেন।
চিরকুটে লেখা রয়েছে, ‘আমাদের ছেলেগুলোকে পুলিশে ধরিয়ে দিয়ে ভুল করেছ তুমি আব্দুল হান্নান। তোমাকে ৫০ হাজার টাকা দিতে হবে। নইলে প্রাণে মেরে ফেলা হবে।’
এদিকে থানায় জিডির বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি কুমার চাকমা সংবাদ মাধ্যমকে জানান, ইতিমধ্যে ঐ রিকশাচালক থানায় এসে একটি জিডি দায়ের করেছেন। আর এরই আলোকে বিষয়টি খুতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।