সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞাপনের নাম এটি। গেল প্রায় ১৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে খেলে যাচ্ছেন তিনি। তার বদৌলতেই বাংলাদেশকে চিনেছে বিশ্বে অনেক দেশ।এ দিকে সামনে এশিয়া কাপ। এই আসরের পরিকল্পনা তৈরিতে ব্যস্ত বাংলাদেশ দল। এদিকে এশিয়া কাপ নিয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
মিরপুরে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমি বলছি না আমাদের খেলার ধরন বদলাতে হবে।
আমরা আমাদের শরীরকে ইচ্ছামত বড় করতে পারি না। কিন্তু আমাদের যে সম্পদ আছে তা কাজে লাগানো জরুরি। ধরুন, আমাদের তেল নেই। এখন তেল দিয়ে কী করা যায় ভেবে লাভ নেই। আমাদের গ্যাস আছে, গ্যাস দিয়ে কী করা যায় তা বোঝা জরুরি। ‘
ক্রিকেটারদের নতুন করে শেখানোর কিছু নেই বলে মনে করেন সাকিব, “আমাদের প্রত্যেককে আলাদা করে বলার কিছু নেই।” আমরা ক্লাস ফোর-ফাইবের ছাত্র নই যে আমাদের ধরে ধরে পড়াতে হবে। আমরা সত্যিই সেখানে নেই এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ‘
সাকিবেরও মাথায় আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ‘আমাদের হাতে এখন দুই থেকে আড়াই মাস। এখন দেখার বিষয় এই সময়ের মধ্যে কতটা উন্নতি করা যায়। কিছু জিনিস আমাদের পক্ষে হবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময় হবে, সবকিছু অনুকূল হবে না. প্রতিকূলতার মধ্যে আমরা কীভাবে উন্নতি করি সেটাই গুরুত্বপূর্ণ। ‘
প্রসঙ্গত, গেল বেশ কিছু দিন ধরে সাকিবকে নিয়ে চলেছে নানা ধরনের আলোচনা সমালোচনা। বিশেষ করে একটি বেটিং কোম্পানির সাথে চুক্তি করেছিলেন সাকিব আর সেই তথ্যই ফাঁস হয়ে যায় একটা সময়ে। শেষ পর্যন্ত সবকিছুকে পেছনে ফেলে এবারের টি-টুয়েন্টি অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান।