আদম তমিজি সাংবাদিকদের বলেন, “আমি খুবই খুশি। আমাকে অত্যন্ত সম্মানের সঙ্গে ডিবিতে আনা হয়েছে। আমি খুশি।’
শনিবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে গুলশানের নিজ বাসা থেকে আদম তমিজি হককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় ডিবি।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেন, সাইবার নিরাপত্তা আইনের মামলায় আদালতের জারি করা পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।