সমাজে অনেক মানুষ আছে যারা অসামাজিক করছে, লিভ টুগেদার করছে। আমরা তো সেসব করছি না। আমরা বিয়ে করেছি। তাহলে কেন আমাদেরকে নিয়ে এতো কথা? অনেক নির্যাতিত হয়ে খবন্দকার মোশতাকের সাথে এখানে এসেছি।
গতকাল রাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে যান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিশা এ কথা বলেন।
তিশা আরও বলেন, আমাদের পরিবার এখনো সম্পর্ক মেনে নেয়নি। অনেক অভিভাবক বলছেন, আল্লাহ আমাদের যেন হেদায়েত দান করেন বলে বলেছেন। আমি বলব আপনার সন্তানদের দিকে খেয়াল করুন। সেই সন্তান যেন অসামাজিক কাজে লিপ্ত না হয়। আমি কোন অসামাজিক কাজ করিনি। আমি ভালোবাসার মানুষের সঙ্গে আছি।
তিশা আরও বলেন, মেলার মতো পবিত্র স্থানে অসামাজিক কাজ করবেন না। মেলা হলো জীবনের মেলা। আমরা একুশে বইমেলায় ছুটে যাই। অনেকেই এখানে বই পড়তে ও বই কিনতে আসেন। তাদের সঙ্গে আমরা ভালো সময় কাটাই। তারা একগুচ্ছ বই কেনে, এর মানে এই নয় যে আমরা দুয়োধ্বনি দিয়ে একজন লেখককে বের করে দেব।