Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / আমরা কী হাতে চুড়ি পরছি, কার মাজায় কত জোর মুরাদ সেটা জানে : মুরাদ

আমরা কী হাতে চুড়ি পরছি, কার মাজায় কত জোর মুরাদ সেটা জানে : মুরাদ

১০ বছর পর স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়ালেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদ।

প্রতিপক্ষকে উদ্দেশ্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘যে নেতা-কর্মীরা আমাদের নেতা–কর্মীদের ভয় দেখায় বলে আমি কই? আমি তাদের কই আইয়ো, আইয়ো, আইয়ো আমরা প্রস্তুত। কার মাজায় কত জোর মুরাদ জং সেটা জানে।…জানুয়ারির ৭ তারিখে আইয়ো। আমরা রেডি হয়েই রইছি ইনশাল্লাহ।’

তৌহিদ জং ২০০৮ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। ২০১৩ সালের রানা প্লাজা ট্র্যাজেডিতে রানা প্লাজার মালিক সোহেল রানার সাথে তার যোগসাজশের কারণে তিনি আলোচিত হয়েছিলেন। এরপর থেকে এক দশক সাভারের বাইরে ছিলেন তৌহিদ জং। তিনি স্থানীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিলেন।

এই সময়ে দুইবার আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন এনামুর রহমান, যিনি বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এবারো তিনি মনোনয়ন পেয়েছেন।

এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তৌহিদ জং। ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তৌহিদ জং তার অনুসারীদের নিয়ে সাভারের শিমুলতলায় আসেন। সেখানে ‘দরবার এ জঙ্গ’ নামে রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেন তিনি। পরে বেলা তিনটার দিকে তিনি কার্যালয়ের একাংশের ছাদে দাঁড়িয়ে হাজার হাজার সমর্থকের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী সার্ভিস লেন পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

বক্তৃতায় তাওহিদ জং বলেন, ‘অনেকেই কয়, অনেক বড় বড় নেতায় কয় নির্বাচনে তাঁরা এই করবো ওই করব। তারা দেইখা লইবো। আমরা কী হাতে চুড়ি পরছি? শেখ হাসিনার কর্মীরা কি চুড়ি পরছে? নৌকার যে প্রার্থী আছে সে জিতলেও মালা দিবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায়, আমি পাশ করলেও শেখ হাসিনার গলায় মালা দিবো। তাহলে ঈগল মার্কা কার মার্কা? ঈগল মার্কাও শেখ হাসিনার আরেকটা মার্কা।’

প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমি ১০ বছর কথা বলি নাই। একদমই বলি নাই। ১০ বছর কোনো কথা কইছি? কোনো শব্দ করছি? ১০ বছর পরে আজকে এই সাভারে আসছি আপনাদের ডাকে সাড়া দিতে। প্রধানমন্ত্রী ২০২৩ সালে এসে বলছেন, “কথা বলো, নির্বাচন করো। কে জনপ্রিয় আমি দেখতে চাই”।’

About Rasel Khalifa

Check Also

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে নয়াদিল্লির জবাব, সাবেক প্রধানমন্ত্রীর পৌষ মাস নাকি সর্বনাশ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে। নয়াদিল্লি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *