বাংলাদেশে এখন বইছে সুখের হওয়া।চারিদিকে শোনা যাচ্ছে আনন্দের সংবাদ। সম্প্রতি বাংলাদেশের নারী ফুটবলাররা জিতেছে সাফ। এরপর বাংলাদেশের এক হাফেজ জিতেছেন আন্তর্জাতিক কুরআনের প্রতিযোগিতা। আর এ সব নিয়ে নিজের আনন্দ আর গর্বের কথা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন ড. আব্দুন নূর তুষার। পাঠকদের উদ্দেশ্যে তার স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু:-
বাংলাদেশের বড় সব অর্জন সবার আনন্দ ও গর্বের।
ক্রিকেটে মেয়েদের দল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। সাফ জিতেছে ফুটবল দল। বিতর্কে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। হাফেজে কুরআন প্রতিযোগিতায় জয় এসেছে। ছেলেরা কাম্বোডিয়াকে হারিয়েছে। এসব ই আমাদের সবার।
আইয়ামে চুরালিয়াতে চোর বাটপার না হয়ে তরুণরা যোগ্যতার লড়াই করছে। জয় পাচ্ছে।
এর চেয়ে আনন্দের আর কি?
আমরা ইংরেজদের ইংরেজীতে বিতর্কে হারাই। আমরা আরবে বসে আরবী ভাষায় তেলাওয়াত ও হিফজে তাদের হারাই। আমরা নেপালের মাটিতে নেপালীদের হারাই।
এখানে যেসব লোক এসে হাফপ্যান্ট ফুলপ্যান্ট তর্ক করছে; এরাই দেশের বারোটা বাজায়।
বিশ্ব রামছাগল প্রতিযোগিতায় এই প্যানটালুনলজিস্টদের পাঠালে আমরা আরো পুরস্কার পাবো। সব পদক আমাদের হবে।
উল্লেখ্য, আব্দুন নূর তুষার বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন চিকিৎসক। বিশেষ করে দেশে যখন প্যান্ডোমিক চলছিল তখন তিনি রেখেছেন অনেক ভূমিকা। আর সেই থেকেই দেশের মানুষের কাছে হয়ে উঠেছেন পরিচিত একটি মুখ।