চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও স্বামী শরিফুল রাজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করে এ আলোচনার জন্ম দেন পরীমনি নিজেই। এরপর থেকেই সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন এই দম্পতি।
যেখানে মিমকে উদ্দেশ্য করে পরী লেখেন, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।
অভিনেত্রী বিদ্যা সিনহা এবং রাজকে নিয়ে পরীমনি কেন এমন স্ট্যাটাস দিলেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে উদগ্রীব নেটিজেনরা। কমেন্ট বক্সে অনেক নেটিজেন জানতে চান ‘কী হয়েছে?’
মোঃ নাজমুল ইসলাম নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, যাই হোক! সোশ্যাল মিডিয়ায় এমন স্ট্যাটাস দেখে আমরা বিব্রত। আপনার এটা মুছে ফেলা উচিত. আমাদের শিল্পী, সংস্কৃতি ও সম্মান রক্ষা করতে হবে। আপনি একটি বুদ্ধিমান মেয়ে, যে সবসময় ভাল কাজের সঙ্গে পার্থক্য করে. আশা করি আপনি আমার চিন্তার সংবেদনশীলতা বুঝতে পেরেছেন। সন্তানের প্রতি ভালোবাসা। তার মন্তব্যের জবাবে পরীমনি লেখেন, ভাইয়া, সবকিছু কখনও কখনও লিভিং রুমে থাকে না, সরি।।
পরীর স্ট্যাটাসের পর মিমের মন্তব্যে বলা হয়, ‘পরাণ’ ও ‘দামাল’-এর আকাশছোঁয়া সাফল্যে একপক্ষ ঈর্ষান্বিত হয়ে তাকে আটকানোর চেষ্টা করছে এবং তার ওপর সব ধরনের খারাপ কাজ করছে। তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তবে পরীমনির এ অভিযোগের আলোকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে যোগাযোগ করা হয়ে তিনি এ অভিযোগ করে জানান, হিংসার জের ধরেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।