আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর প্রায় সাড়ে ৪ টার দিকে আবারো ভয়াবহ ভূমিকম্পে উঠে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চল। এতে এখন পর্যন্ত ১১৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটিতে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির এক সংবাদ মাধ্যমের আলোকে জানা যায়, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত এখন পর্যন্ত ১১৮ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৪৪০ জন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক টুইট বার্তায় বলেছেন, “আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ধ্বংসযজ্ঞ মোকাবেলা করব এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনব।”
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি জেলার ২৩ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪.১ কিমি।
প্রথম ভূমিকম্পের পর আরও বেশ কয়েকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলেও সংবাদমাধ্যম জানিয়েছে। শেষ কম্পনের মাত্রা ছিল ৬.৭।
এদিকে এ দুর্যোগ মোকাবেলার করার লক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছে তুরস্ক। এর আগেও ১৯৯৯ সালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক। এতে প্রায় ১৭ হাজার মানুষের প্রাণহানি ঘটে।