হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে গোতোকে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান মির্জাপুর খ্যাত অভিনেতা শাহনাওয়াজ প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। জানা গেছে, মুম্বাইয়ের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
ফ্যান্টম, রেইজ, মির্জাপুর, তোতা ওয়েডস ময়না এমন বহু ছবিতে তিনি অভিনয় করেন।
শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাকতালীয়ভাবে সেদিন হাসপাতালে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভী তিওয়ারি। ভাইয়ের চিকিৎসা করতে এসেছিলেন তিনি।
তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন যে তিনি শাহনওয়াজকে স্ট্রেচারে করে একটি রুমের দিকে নিয়ে যেতে দেখেছিলেন তিনি। তার ভাইকেও একই জায়গায় রাখা হয়েছিল। বারবার চেষ্টা করেও চিকিৎসকেরা পালস খুঁজে পাচ্ছিল না বলে জানান অভিনেত্রী। তার হার্টে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।
শোনা যাচ্ছে, মাস দুয়েক আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছে।
শাহনেওয়াজ মির্জাপুরে কাজ করতেন। অভিনয় দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। মির্জাপুরে তার সঙ্গে কাজ করেছেন রাজেশ তাইলাং। রাজেশ ইনস্টাগ্রামে লিখেছেন, শাহনওয়াজ ভাই আখরি সালাম।
এদিকে প্রখ্যাত এই অভিনেতার মৃতের খবরে মুহূর্তেই গোটা বিনোদন পাড়ায় নেমে আসে শোকের ছায়া। তার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তারকাদের একাংশ।