বাংলাদেশ পুলিশ এ একের পর এক আসছে বড় ধরণের রদবদল। আর এই ধারাবাহিকতায় এবার জানা গেলো নতুন খবর।
এবার এক যোগে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির নির্দেশে সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
এর আগে গত ২৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়।
এর আগে গত ৩ আগস্ট এক প্রজ্ঞাপনে দেশের ৪০টি জেলার ৪০ জন পুলিশ কর্মকর্তাকে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ ধরণের রদবদল ছাড়াও কিছুদিন আগে দেখা গেছে ভিন্ন আরেক বিষয়। পুলিশের অনেক বড় কর্মকর্তাদের নানা ধরনের কারন দেখিয়ে দেয়া হয়েছিল জোর করে অবসর। সেই আলোচনার রেশ না কাটতেই আবারো ঘটেছে এমন ঘটনা।