জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র কিনে ফের আলোচিত ড. মুরাদ হাসান।
রোববার (২৬ নভেম্বর) সকালে সাড়ে ৮ হাজার টাকা ব্যাংক চালান দিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান এ মনোনয়নপত্র নিয়েছেন বলে জানা যায়।
এদিকে, বিকেলে দুটি আসন ছাড়া বাকি সব আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই তালিকায় নেই ড. মুরাদের নাম।
এর আগে ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মন্ত্রণালয়, ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সব দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেয়া হয় ডা. মুরাদ হাসান এমপিকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন নাও পেতে পারেন এমন আশঙ্কায় দলীয় প্রার্থী ঘোষণার আগেই স্বতন্ত্র পদে মনোনয়নপত্র কিনেছেন ড. মুরাদ হাসান।
পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান জানান, ডা. মুরাদ হাসানের নির্দেশে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, রোববার যুবলীগের মোখলেছুর রহমান মুরাদ হাসানের পক্ষে একটি মাত্র মনোনয়নপত্র কিনেছেন।
এ বিষয়ে কথা বলতে ড. মুরাদ হাসান এমপির সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি।