আজ রোববার (১৫ জানুয়ারি) সকালে ৭২ আরোহী নিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই নেপালের পর্যটন এলাকায় ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেছে কিনা, তা জানা যায়নি। তবে চলমান রয়েছে উদ্ধার কাজ।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ৭২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু। তবে তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে এর আগে গত বছরেও নেপালে ভেঙে পড়ে আরো একটি বিমান। সেই দুর্ঘটনায় মোট ২২ জনের প্রাণহানি ঘটে। এবং একই সঙ্গে আহত হন অনেকেই।