গত কয়েক মাস ধরে দেশ জুড়ে নিত্যেপ্রয়োজনীয় পন্যের বাজারে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে বেশ কিছু নিত্যেপ্রয়োজনীয় পন্যের দাম। গত কয়েক মাসে কয়েক ধাপে বৃদ্ধি পেয়েছে সয়াবিন তেলের দাম। আবারও এই দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন। এবং তারা জানিয়েছে দাম বৃদ্ধির কারন।
সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিটার প্রতি ৮টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। আমদানি ব্যয় বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন। চলতি মাসের ৮ জানুয়ারি থেকে দাম বাড়ানোর কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি দিয়েছে তারা। বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। যা দাম বাড়িয়ে ১৬৮ টাকা করার সিদ্ধান্তের কথা বলা হয়েছে চিঠিতে। এ ছাড়া সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পাম তেলের মূল্যবৃদ্ধি করার সিদ্ধান্তের কথাও জানায় সমিতি।
সম্প্রতি ভোগ্যপন্যের পাশাপাশি জ্বালানি তেলের দামও বৃদ্ধি পেয়েছে। এমন মূল্য বৃদ্ধিকে ঘিরে দেশ জুড়ে এক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এমনকি সরকারের সমালোচনায় মেতে উঠেছে অনেকেই। তবে বাংলাদেশ সরকার এই সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। এবং ইতিমধ্যে বাংলাদেশ সরকার গ্রহন করেছেন বেশ কিছু পদক্ষেপ।