সম্প্রতি আকাশ পথে একের পর এক দুর্ঘটনার খবরে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন ভ্রমণ পিপাসু যাত্রীরা। আর এ ঘটনার রেশ না কাটতেই আবারও মাঝ আকাশে বিমানে আগুন-আতঙ্ক! আজ শনিবার (২ জুলাই) সকালে ভারতের জবলপুরগামী স্পাইসজেটের একটি বিমান এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বিমানের কেবিনে ধোঁয়া দেখা গেছে। বিমানটিকে দিল্লিতে ফেরত পাঠানো হয়।
সকালে বিমানের কেবিনে ধোঁয়া দেখতে পান ক্রু সদস্যরা। তখন বিমানটি মাটি থেকে প্রায় পাঁচ হাজার ফুট উপরে ছিল। এ খবরে যাত্রীদের মাঝে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপরই দিল্লি-জবলপুরগামী বিমানটিকে ফেরানো হয়।
দেশটির এক সংবাদ মাধ্যমের সূত্রে আরও জানা গেছে, মাঝ আকাশে বিমানে আগুন আতঙ্কে বিমানটিকে দিল্লিতে ফেরানো হলে সেখানে নিরাপদে অবতরন করে বিমানটি। এ ঘটনায় যাত্রীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।