সম্প্রতি গত কয়েকদিন আগেই ফদিরপুরের এক আত্মীয়র বাসা থেকে উদ্ধার করা হয় খুলনার আলোচিত নারী সেই রহিমা বেগমকে। তবে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বাসা ছেড়েছেন রহিমা বেগম। তিনি কোথায় আসেন তা জানেন না বলেও সংবাদ মাধ্যমকে দাবি করেছেন মেয়ে মরিয়ম মান্নান।
তবে ওপরদিকে রহিমা বেগম নিখোঁজ হননি বলে জানিয়েছেন মরিয়ম মান্নানের বোন আদুরি খাতুন। রহিমা বেগম তার বাসাতেই আছেন বলে জানান তিনি।
সোমবার সন্ধ্যায় রহিমার মেয়ে মরিয়ম মান্নান জানান, তার মা রহিমা বেগম তার বোন আদুরী খাতুন ও আরেক বোনকে নিয়ে খুলনা নগরীর বয়রা এলাকায় থাকতেন। দুই দিন আগে তিনি সেখান থেকে চলে যান। রোববার আদুরী তাকে ফোনে বিষয়টি জানান। তবে এ ঘটনায় তারা কোনো জিডি বা মামলা করেননি। এছাড়া তাকে আর খুঁজবেন না বলেও জানান তিনি।
যাচ্ছে না? আমরা যে বাড়িতে থাকি, সেখানে মা আমার দায়িত্বে আছেন। সে তো মানুষ, সে কি ঘুরে বেড়াতে পারে না? আমি কি জিডি করেছি যে আমার মা নিখোঁজ হয়েছে?’ এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হৈচৈ পড়ে গেছে।
এদিকে, রহিমা বেগমের ছেলে মো. মিরাজ আল সাদী সোমবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে যান। সেখানে তিনি ২২ ধারায় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে রাজি হন। এরপর পিবিআই তাকে আদালতে নিয়ে গেলে তিনি আদালতে জবানবন্দি দেন। মিরাজ আদালতে সাক্ষ্য দেন যে রহিমা বেগম তার প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এর আগে স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন।
এর আগে গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে পানি আন্তে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন রহিমা বেগম। মায়ের খোঁজ পেতে থানায় অবগত করাসহ সংবাদ সম্মেলনও করতে দেখা যায় মরিয়ম মান্নানকে।