সাকিব আল হাসানের রেস্তোরাঁ সাকিব’স সেভেন্টি ফাইভ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। সোমবার (১৬ অক্টোবর) রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি জানান।
ক্রিকেটের পাশাপাশি ব্যবসায়ও বেশ মনোযোগী সাকিব। সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টও সাকিবের বিনিয়োগের একটি অংশ। কিন্তু এবার বন্ধ হতে যাচ্ছে রেস্তোরাঁ।
সাকিবের রেস্টুরেন্ট বন্ধের সঠিক কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি। সোমবার শুধু মাত্র একটি পোস্ট দিয়ে রেস্টুরেন্ট বন্ধের ঘোষণা দেন তারা। কর্তৃপক্ষও পোস্টে গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছেন।
‘এখন বিদায় জানানোর সময়’ বলে একটি ছবি পোস্ট করেছে রেস্টুরেন্টটি। ক্যাপশনে তারা লিখেছেন, সবার সঙ্গে ভালো সময় কাটিয়েছি। এখন বিদায় বলার পালা। সব স্মৃতির জন্য ধন্যবাদ।’
সাকিবের সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি শুরুতে ছিল মিরপুরে। পরবর্তীতে ২০২০ সালে এটি ধানমন্ডিতে একটি শাখা খোলে। বিভিন্ন সময় রেস্টুরেন্টের প্রচারণায় দেখা গেছে সাকিবকে।
এই রেস্টুরেন্টকে ঘিরে কিছুটা সমালোচনাও রয়েছে সাকিবের। চলতি বছর রেস্টুরেন্টটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ ওঠে। পরে অবশ্য সমস্যার সমাধান হয়েছে।