আমেরিকা হচ্ছে আমাদের পাড়ার মাস্তান আব্দুল্লাহর মতো। কোথাও মারামারি করতে গেলে একা যেত না। সঙ্গে ভাগিনা পান্না, চাচাতো ভাই (নাম মনে নেই) তাদেরকেও নিয়ে যেত। শেষ পর্যন্ত আব্দুল্লাহর গায়ে একটাও আঁচড় পড়তো না। কিন্তু হাতে পায়ে পেটে পিঠে ছুরির আঘাত নিয়ে বাকিরা হাসপাতালে ভর্তি হতো।
আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধ করতে গেলো ইউরোপের দেশগুলোকে সাথে নিয়ে। এই যুদ্ধের ঝাঁজ এসে লাগলো প্রতিবেশি ইউরোপের গায়ে। এখন ইয়েমেনে বোমা ফেলতে গেছে ব্রিটেনকে সঙ্গে নিয়ে। শেষ পর্যন্ত আমেরিকা কেটে পড়বে আর এই যুদ্ধের রেশ এসে পড়বে ব্রিটেনসহ সারা বিশ্বের উপর।
শুনেছি আবদুল্লাহ নাকি কয়েক বছর আগে সৌদি আরবের কোথাও মারা গেছে। আমেরিকার কী হয় কে জানে!