Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / আপন দুই বোন যখন একে অন্যের সতীন

আপন দুই বোন যখন একে অন্যের সতীন

 

গত ২৬ ফেব্রুয়ারী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় সদর ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় স্ত্রীর সাথে ৫ বছর সংসার করার পর তাঁর ছোট বোনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এক ব্যক্তি৷ এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করলে তা গণমাধ্যমের দৃষ্টিগোচর হয়।

জানা গেছে, বড় বোনের স্বামীর নাম সুজিত গাইন। তিনি পেশায় একজন ডেকোরেটরের ব্যবসায়ী। ৫ বছর তার সঙ্গে উপজেলার ঘোপেরখাল গ্রামের কালিপদ সিকদারের মেয়ে রূপালি গাইনের (২৫) বিয়ে হয়। এ সংসার জীবেন তাঁদের দুই সন্তানও হয়। প্রথম সন্তানের বয়স ৪ বছর এবং দ্বিতীয় সন্তানের বয়স ২ বছর। সম্প্রতি আবারও তিনি তার শ্যালিকা অর্থাৎ প্রথম স্ত্রীর আপন ছোট বোন স্বর্ণালীকে (১৮) বিয়ে করেন। গত ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের পর একই ঘরে সংসার পেতেছেন সুজিত গাইন।

রূপালি গাইনের ভাই জয়দেব সিকদার বলেন, ‘সুজিত গাইনের সঙ্গে আনুমানিক ৫ বছর আগে আমার মেজো বোনের বিয়ে দেই। সেই সুবাদে আমার ছোট বোন ভগ্নিপতির বাড়িতে থেকে পড়াশোনা করত। ভগ্নিপতির বাড়িতে থাকায় আস্তে আস্তে স্বার্নালীর সঙ্গে সুজিতের প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। আমরা জানতে পেরে আমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে যাই। পরবর্তীতে স্বার্ণালীকে খুঁজে না পাওয়ায় আমার বাবা নাজিরপুর থানায় ভগ্নিপতি সুজিত গাইনের নামে অভিযোগ করেন।’

এ বিষয়ে সুজিত গাইনের প্রথম স্ত্রী রূপালী গাইনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এ বিয়ে আমি মেনে নিয়েছি। আমার ছোট বোনকে নিয়ে একই ঘরে সংসার করব। আমার কোনো আপত্তি নাই।’ সুজিত গাইন জানান, হঠাৎ করেই ভালো লাগা থেকেই এই বিয়ে করেছি। তবে আমার প্রথম স্ত্রী মেনে নিয়েছে বিষয়টি। এখন আমি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একসঙ্গে ঘর করব।

সুজিত গাইনের কাকা গজেন গাইন বলেন, ‘তারা বিবাহ করেছে শুনেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো বিয়ে হয় নাই, দিন তারিখ দেখে আমরা আনুষ্ঠানিক বিয়ের তারিখ ধার্য করব।’

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘মেয়ের বাবা একটা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে উভয়কে থানায় হাজির করি। তারা উভয়ই এ বিয়ে মেনে নিয়েছে এবং ঘর-সংসারও করবে। কেউ কোনো মামলা করবে না।’

পরিবার থেকে কোনো আপত্তি না থাকায় শেষ পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শেষ পর্যন্ত এই ঘটনাটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে৷

About Ibrahim Hassan

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *