Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / আপনি সকল প্রেমিকদের উদাহরণ, ভালো মানুষদের জয় হয়, জয় হয় ভালোবাসার : শিমুল

আপনি সকল প্রেমিকদের উদাহরণ, ভালো মানুষদের জয় হয়, জয় হয় ভালোবাসার : শিমুল

প্রেমের টানে সুদূর ভারতে তামিলনাড়ুর ছুটে আসে যবুক প্রেমকান্ত। তবে শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষ তাকে স্বীকার না করায় ব্যাপক সমস্যার মুখে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। পরে সেটি প্রেমে দিকে গড়ায় বলে জানায় প্রেমকান্ত। আর সে টানেই ছুটে বাংলাদেশের বরিশালে তরুণীর কাছে। তবে সেই তরুণীর ভিন্ন অভিযোগের কারনে তাকে বরিশাল ছাড়তে হলো।

সম্প্রতি বরগুনার এক তরুণীর প্রেমে বাংলাদেশে ছুটে আসেন ভারতের তামিলনাড়ুর প্রেমকান্ত নামের এক যুবক। প্রেমকান্তর দাবি, ওই তরুণীর সঙ্গে তার তিন বছরের প্রেমের সম্পর্ক রয়েছে।

প্রেমিকার বর্তমান প্রেমিকের হাতে মারধরের শিকারও হয়েছেন বলে গণমাধ্যমকে তিনি জানান। ব্যর্থ হয়ে প্রেমকান্ত গত শনিবার (৬ আগস্ট) বরগুনা ত্যাগ করেন।

ব্যাচেলর পয়েন্ট অভিনেতা শিমুল শর্মা তামিলনাড়ুর যুবকদের নিয়ে মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন। ওই খোলা চিঠিতে ভগ্ন হৃদয়ের প্রেমকান্তর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন শিমুল।

প্রিয় প্রেমকান্ত ভাইকে উদ্দেশ্য করে শিমুল লিখেছেন, আপনি আশাহত হবেন না, যুগে যুগে আপনার মতো বহু প্রেমিক আহত হয়েছে প্রেমিকার কাছে- নিজ দেশে, বিদেশে অথবা নিজ শহরে।

প্রেমকান্তের উদ্দেশে শিমুল বলেন, হয়তো আপনি ইউরোপ অথবা কোনো ফর্সাদের দেশ থেকে এলে এমনটা হতো না, শুধু মনে রাখবেন ‘আপনি সকল প্রেমিকদের উদাহরণ’- দিন শেষে ভালো মানুষদের জয় হয়, জয় হয় ভালোবাসার। যাই হোক, যেখানেই থাকবেন ভালো থাকবেন, একটা ভালো মানুষ পেলে নিজ শহরে বিয়ে করে ফেলবেন।

প্রেমিক-প্রেমিকাদের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, সারাজীবন আপনার এবং আপনার মতো প্রেমিক-প্রেমিকাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকবে।

কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট সিরিয়ালের জনপ্রিয় চরিত্র শিমুল।

প্রসঙ্গত, ভালোবাসায় ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ওই যুবককে ফিরে যেতে হচ্ছে বলে তাকে সমবেদনা জানায় জনপ্রিয় অভিনেতা শিমুল। এই অভিনেতা বলেন, ভালোবেসে অনেকে ব্যর্থ হন তবে ভেঙ্গে না পড়ার পরামর্শ দেন

About Babu

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *