Friday , November 22 2024
Breaking News
Home / opinion / আপনার পূর্বের পোস্টগুলো মুছে দিন,দ্বিচারিতার একটা সীমা থাকা উচিত:ইফতেখারুল

আপনার পূর্বের পোস্টগুলো মুছে দিন,দ্বিচারিতার একটা সীমা থাকা উচিত:ইফতেখারুল

স্যোশাল মিডিয়া এখন সকলের হাতে হাতে আর এই কারনে যে যা পারছে সব কিছু নিয়েই ঘামাচ্ছে মাথা। ভালো-মন্দ কোন কিছু না দেখেই নেটিজনেরা শেয়ার করছেন সবকিছু যার প্রভাব পড়ছে ঘটনার সাথে জড়িত সেই সব মানুষ গুলোর সাথে। এ নিয়েই এবার একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় পুলিশ ব্যক্তিত্ব ইফতেখারুল ইসলাম।পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হলো হুবহু:-

কালো, মোটা লোক কিভাবে সুশ্রী মেয়ে বিয়ে করলো!

চুল নাই, বয়স্ক লোক অথবা ডিভোর্সি মধ্যবয়সী সেলিব্রিটি কেন আবার বিয়ের কনে সাজলো, এসব নিয়ে দিনরাত যাদের অসুস্থ প্রকাশ ও প্রচার, তাদের কেউ কেউ শিক্ষিকার প্রয়াণে ইমোশনের বন্যা বয়ে দিচ্ছেন এখন।

আপনাদের পূর্বের কদাকার পোস্টগুলো মুছে দিন অথবা ওনলি মি করে রাখুন। নাহলে আপনাকে নিয়ে বিফোর, আফটার মিম বানানো হতে পারে!

মানে দ্বিচারিতার একটা সীমা থাকা উচিত! সময়ে সময়ে আপনাদের মেকি পরিবর্তন আজকাল হাসায়ও না!

প্রসঙ্গত, গেল বেশ কিছু দিন আগে বাংলাদেশে ছাত্র আর শিক্ষিকার বিয়ে নিয়ে শুরু হয় নানা ধরনের ট্রল। আর সেই সব ট্রল এখন পরিনীত হয়েছে শোকে। নিজেকে শেষ করে দিয়েছেন সেই শিক্ষিকা।

About Rasel Khalifa

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *