সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, আর কোনো রোহিঙ্গাকে আর ঢুকতে দেওয়া হবে না। আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলাম। এখন সেই উদারতা দেখানোর আরো কোনো সুযোগ নেই।
বুধবার বিকেলে রাজধানীর বনানীর সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গারা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিল, সেটা অনেক কমে গেছে। এমন পরিস্থিতিতে আমরা কতদিন এই বোঝা বহন করব?
তিনি বলেন, এটা মিয়ানমারের নিজস্ব সমস্যা। তাদের দেশে আরাকান আর্মির সমস্যা। তারা তাদের অভ্যন্তরীণ বিষয়ে কি করবে তা তাদের ব্যাপার। আমি যারা উদ্বিগ্ন তাদের সাথে কথা বলব যাতে তাদের সমস্যা নিয়ে আমাদের কোন ভয় বা উদ্বেগ না থাকে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন। আমরা চীনের সঙ্গেও আলোচনা করছি।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে মিয়ানমার সীমান্তে গুলি চলছে। দেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করছে সশস্ত্র বাহিনী। অশান্ত মিয়ানমার সীমান্তে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। গুলিতে বাংলাদেশে বেশ কয়েকজন নিহত হয়েছেন।