স্বপ্নের পদ্মা-সেতু উদ্বোধনের ৮ দিন পর আজ সোমবার (৪ জুলাই) সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেলেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা।
তার সঙ্গে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যরা।
আজ সকাল ৮টার দিকে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল ৮টা ৪৮ মিনিটে তিনি মাওয়া টোল প্লাজা পদ্মা সেতুর টোল প্লাজায় ওঠেন।
তিনি সেতুর মাঝখানে গিয়ে সন্তানদের নিয়ে শিশুদের সঙ্গে কিছু সময় কাটান। পরিবারের এই আনন্দের মুহূর্ত বন্দী করতে কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ক্যামেরায় ছেলের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। দুপুর সাড়ে ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন।
উল্লেখ্য, গত ২৫ জুন নানা জমকালো আয়োজনের মধ্যদিয়ে পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন নেতাকর্মীরা। এরপর রোববার (২৬ জুন) সকাল ৬ টায় জনসাধারণের জন্য খুলে দেয়া হয় পদ্মাসেতু।