সরকার ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী দলসহ ভিন্নমত দমন করেছে। এমন অপরাধমূলক কর্মকান্ড করার কারনে আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে। গু/ম, বিচারবর্হিভূত হ/ত্যাকান্ড, খু/নসহ নানা অভিযোগে করে মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদসহ নানা কর্মসূচি পালন করে। পরে এ বিষয় নিয়ে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘে চিঠি পাঠালে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জন্য সরকার তোড়জোড় করেও কোনো লাভ হয়নি। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য নিচে সেটি দেওয়া হল।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের সর্বশেষ রিপোর্টে নাকি বলা হইছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভালো। আদৌ কি জাতিসংঘের মানবাধিকার কমিশন কোন রিপোর্ট বাইর করছে?
প্রসঙ্গত, মানবাধিকার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ আরোও অনেকে যে সব কথা বলছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, এখনো কোনো তথ্য প্রকাশ হয়েছে কিনা তার প্রমাণ মেলেনি অথচ মন্ত্রীরা ভিন্ন ভিন্ন মন্তব্য করে যাচ্ছে।