না”শকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক আট মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিন আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এর মধ্যে রমনা মডেল থানায় ৩টি ও পল্টন থানায় ৫টি মামলা রয়েছে।
এদিন মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন চেয়ে শুনানি করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট তাপস কুমার পাল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে ৩১ ডিসেম্বর ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। এরপর ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালত জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন। এরপর মঙ্গলবার মির্জা ফখরুলের উপস্থিতিতে নয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখান আদালত। একই সঙ্গে জামিন শুনানির জন্য ১০ জানুয়ারি দিন ধার্য করেন তিনি।