আজ রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বহুল আলোচিত ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে দায়ের করা সেই অস্ত্র মামলার রায় ঘোষণা করেছে আদালত। এ রায়ে জি কে শামীমসহ মোট ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তবে আদালতের এ রায়ে সন্তুষ্ট নন জি কে শামীম।
জি কে শামীম তার বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার রায়ের পর বলেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এবং এটি তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।
রোববার অস্ত্র মামলার রায় ঘোষণার পর আদালত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
গ্রেফতারের পর থেকে জি কে শামীম গত ৩ বছরে ৪ বার ১ বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ ঘোষিত রায়ে তার প্রতি অবিচার করা হয়েছে বলেও দাবি করেন জিকে শামীম।
আজ দুপুর ১টায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শেখ ছামিদুল ইসলামের আদালত অস্ত্র আইনে দায়ের করা মামলায় জিকে শামীম ও তার ৭ দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ রায়ে রাষ্ট্রপক্ষে সহকারী আইনজীবী মো. সালাহউদ্দিন হাওলাদার সন্তোষ প্রকাশ করেন।
অস্ত্র মামলায় আদালতের এই রায়ের পর আসামিদের কারাগারে নেয়া হয়েছে। তবে আদালতের এ রায়ে সন্তুষ্ট হতে পারছেন না জি কে শামীমের সঙ্গী-সাহীরাও। তাদের মতে, তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন।