Saturday , December 14 2024
Breaking News
Home / opinion / আদালতে সাক্ষীর কাঠগড়ায় নাম জিজ্ঞেস করলে বলে হাজী অমুক,হাজী না বললে রাগ করেন:আসিফ নজরুল

আদালতে সাক্ষীর কাঠগড়ায় নাম জিজ্ঞেস করলে বলে হাজী অমুক,হাজী না বললে রাগ করেন:আসিফ নজরুল

হজ্ব, মুসলিমদের জন্য সব থেকে বড় একটি ইবাদাতের নাম এটি। হজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। যার ফলে মাফ হয় গুনাহ। কিন্তু বর্তমানে এই হজই এখন হয়ে দাড়িয়েছে মানুষের জন্য শো অফের একটি বিষয়। আর এ নিয়েই একটি লেখনি শেয়ার করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব আসিফ নজরুল।পাঠকদের উদ্দেশ্যে সেই লেখনি তুলে ধরা হলো হুবহু:-

অনেকে নামের আগে হাজি লিখে থাকেন। আদালতে সাক্ষীর কাঠগড়ায় নাম জিজ্ঞেস করলে বলে হাজী অমুক।
আসলে হাজী কারো নাম হতে পারে না। নামের অংশও হতে পারে না।
পিতা মাতা জন্মের পরে সন্তানের যে নাম রেখে থাকেন মূলত সেটিই তার নাম।
যারা হজ্বব্রত পালন করতে পবিত্র বাইতুল্লায় যায় তাদের যাত্রাকালীন এবং হজ্ব পালন করা কালীন ওই সময় টুকুকে হাজী বলে সম্বোধন করা হয়।
হাজী মানে হজ যাত্রী (pilgrim)।
অনেকে এই যাত্রাপথ থেকে ফিরে এসেও নিজেকে হাজী নামে পরিচয় দিতে গর্ববোধ করেন।
নামের আগে হাজি না লিখলে বা হাজী বলে সম্মোধন না করলে রাগ করেন। এমনকি ঝগড়া পর্যন্ত বাধিয়ে দেন।
আমাদের প্রিয় নবীজি ও তাঁর সাহাবীগণ সবাই একাধিকবার হজ্ব করেছেন। আমাদের প্রিয় চার খলিফা সবাই হজ করেছিলেন। কিন্তু কারো নামের আগে হাজি শব্দটি নেই।
যেমন হাজী ওমর (রা.)
হাজী আবু বকর (রা.)
কিংবা হাজী মোহাম্মদ (সা.)
এদের কারো নামের আগেই হাজি শব্দটি নেই।
হজ একটি ইবাদত। যেমন :
নামাজ একটি ইবাদত,
রোজা একটি ইবাদত ,
যাকাত একটি ইবাদত।
কেউ নামাজ পড়লে তার নামের আগে “নামাজী” লেখার দরকার নেই। কেউ যাকাত দিলে তার নামের আগে “যাকাতি” লেখাও বেমানান। । এতে রিয়া প্রকাশ পায়।
লোকদেখানো যাবতীয় আমল এর কারণে আমাদের সবাইকে গুনাগার হতে হবে।

বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তিত্বের নাম ড. আসিফ নজরুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে তিনি স্যোশাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়।

About Ibrahim Hassan

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *