আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হককে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশের তত্ত্বাবধানে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহানগর পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, আদম তমিজি হককে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, তমিজি হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। সোশ্যাল মিডিয়ায় অসংলগ্ন কথা বলেছেন তিনি। যে দেশে সে মানুষ হয়েছে, যে দেশে তার শিল্প আছে, সে দেশের পাসপোর্ট পুড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে। তাকে উদ্ধারের জন্য তিনি একবার ইসরাইলকে ডাকেন, একবার আমেরিকান মেরিনদের ডাকেন।
মনে হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন। আমরা জানি না সে আসলে কোন মানসিক ব্যাধিতে ভুগছে কিনা। তার এমনিতেই অনেক সমস্যা, সে বহুবার বিয়ে করেছে। একবার এক বউ আরেক বউ নিলে এমন পারিবারিক সমস্যা হয়। যদি সে মানসিক ভারসাম্যহীন হয়; এজন্য আমরা তাকে একজন ভালো সাইকোলজিস্টের কাছে পাঠিয়েছি। সেখানে সাইকোলজিস্ট ও মাদকাসক্ত চিকিৎসক আছেন, তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন।
যদি তামিজি মানসিকভাবে সুস্থ থাকে তবে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। কেনই বা তিনি নানা কর্মকাণ্ড করেছেন এর পেছনে কারা রয়েছে। ইচ্ছাকৃতভাবে এ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকরা তাকে মানসিক ভারসাম্যহীন বললে কিছু করা যাবে না।