Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / আত্মহননের পথ বেছে নেয়া ছোট পর্দার জনপ্রিয় সেই অভিনেত্রীকে নিয়ে প্রকাশ ভয়াভহ তথ্য

আত্মহননের পথ বেছে নেয়া ছোট পর্দার জনপ্রিয় সেই অভিনেত্রীকে নিয়ে প্রকাশ ভয়াভহ তথ্য

সম্প্রতি ভারতের মিডিয়া ইন্ডাস্ট্রিতে ঘটে গেছে আরো একটি মর্মান্তিক ঘটনা। ছোট পর্দার অভিনেত্রী তুনিশা শর্মা শুটিং সেটেই নিজের প্রাণ শেষ করেন নিজেই। এ দিকে অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু নিয়ে তোলপাড় মুম্বাইয়ে। ২৪ ডিসেম্বর, ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এর সেট থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। সেদিন পালঘর জেলার ভাসাইয়ের সেটে শুটিং করছিলেন অভিনেত্রী।

চা বিরতিতে ওয়াশরুমে গেল। অনেক ডাকাডাকি করেও তিনি বের হননি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে তুনিশার লাশ উদ্ধার করে। কিছুক্ষণের মধ্যেই তোলপাড় শুরু হয়।

যে ওয়াশরুম থেকে তুনিশার মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি সিরিয়ালের নায়ক সিজান মোহাম্মদ খানের। তুনিশা তার ওয়াশরুমে কেন? প্রশ্ন উঠতে থাকে। এরপর জানা যায়, সিজান ও তুনিশার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে সিজানকে তলব করেন তদন্তকারীরা।

পরে তাকে আটক করে গ্রেফতার করা হয়। সিজানকে ইতিমধ্যে চার দিনের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে, মাত্র ১৫ দিন আগে তুনিশার সঙ্গে ব্রেক আপ হয়েছে অভিনেতার। কিন্তু কেন? কারণ জানালেন তুনিশা শর্মার প্রেমিক সিজান।

সম্প্রতি পুলিশি জিজ্ঞাসাবাদে সিজান স্বীকার করেছেন, তুনিশা শর্মার সঙ্গে তার সম্পর্ক ছিল। তারা একসাথে ভাল ছিল. তবে দুই অভিনেতার বয়সের পার্থক্য ছিল বিস্তর। তাছাড়া ধর্মও আলাদা ছিল। ফলে এই সম্পর্ক বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করেন সিজান।

আর সে কারণেই ব্রেকআপের পথে হাঁটলেন তিনি। তবে অভিনেতার এই দাবি মানছেন না তদন্তকারীরা। এদিকে তিনিশার পরিবারের সদস্যরা দাবি করেছেন, সেজান অভিনেত্রীর সঙ্গে প্রতারণা করছেন। তারা দাবি করেছেন যে অভিনেতা ইচ্ছাকৃতভাবে বয়স এবং ধর্মের প্রসঙ্গ তুলেছেন।

মুম্বাই পুলিশের হেফাজতে থাকাকালীন তিনিশার প্রাক্তন প্রেমিক সিজান বলেছিলেন যে শ্রদ্ধা ওয়াকারকে হত্যার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গোটা দেশ ইসলাম ধর্মাবলম্বীদের গালিগালাজ করছিল। তাছাড়া তার ও তিনিশার মধ্যে বয়সের পার্থক্য ছিল।

তুনিশার পরিবারের দাবি, মৃত্যুর ১৫ দিন আগে তার বিচ্ছেদ ঘটে। এ কারণে তার উদ্বেগজনক আক্রমণ ছিল। এ কারণে গত ১৬ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালের বিছানায় শুয়ে তুনিশা শর্মা তার মাকে সেজানের প্রতারণার কথা জানান। মা ভনিতাকেও জানালেন তিনি কতটা ভেঙে পড়েছেন।

এ দিকে মেয়ের এই ঘটনার জন্য প্রেমিক সিজনকেই দেয় করেছেন তার মা। তুনিসের মা বণিতার দাবি, তার মেয়েকে ক্রমাগত আ’ত্মহ’ত্যার প্ররোচনা দিয়েছেন সিজান। তার অ’ভিযো’গ, তুনিশার সঙ্গে সম্পর্কে থাকাকালীন একাধিক যুবতীর সঙ্গে মে’লামে’শা করতেন সিজান। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন সিজান।

About Rasel Khalifa

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *