Wednesday , November 13 2024
Breaking News
Home / opinion / আজ যদি আমাদের চাওয়া পূর্ণ হয়, তাহলে বেশি কিছু হবেনা : প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব

আজ যদি আমাদের চাওয়া পূর্ণ হয়, তাহলে বেশি কিছু হবেনা : প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব

আজ পর্দা নামতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের। এবারের বিশ্বকাপ ফুটবল ছিল আগের যে কোনো বিশ্বকাপের থেকে অনেক বেশি উত্তেজনাকর অনেক বেশি মজার। আর সেই বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা এবং ফ্রান্স। আর এই কারণে কাতারের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। এ নিয়ে এবার একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

অনেক কট্টর আর্জেন্টিনা বিরোধী সমর্থকরাও আজ লিখছে মেসির হাতে কাপ দেখতে চাই। তারা কি মন থেকে লিখছে, নাকি আর্জেন্টিনা সমর্থকদের ভয়ে লিখছে বুঝতেছিনা।তবে, এইটুকু বুঝতেছি আজ ফ্রান্স গোল দিলে সবার আগে চিৎকার ওনারাই করবেন।

এবং এটাও সত্য, তাদের এই সমর্থন উদার আর্জেন্টাইন সমর্থকরাও বিশ্বাসও করে না। আমি লিখেছিলাম আরো এক সপ্তাহ আগে, অন্তর থেকেই লিখেছিলাম। কিন্তু দেখলাম, আর্জেন্টাইনরা এসে ট্রল করা শুরু করলো। মেসির হাতে কাপ দেখতে চাওয়া মনে হয় আমার অপরাধ হয়ে গেছে। তাই ব্যাক-টু-দ্যা প্যাভিলিয়ন হয়ে গেলাম।

আজ যদি আমাদের চাওয়া পূর্ণ হয়, তাহলে বেশি কিছু হবেনা। তাদের অপেক্ষা, ৩৬ থেকে ৪০ হবে। এটাও ব্যাপার না, অপেক্ষার ফল মধুর হয়।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপেই নিজের ক্যারিয়ার শেষ করছেন বিশ্ব সেরা খেলোয়াড় মেসি। আর এই কারণে তার হাতেই এবারের বিশ্ব কাপ ট্রফিটা দেখতে চাইছেন সকলেই।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ক্যান্টনম্যান্টে হামলার পরিকল্পনা করেছে আঃলীগ, মিটিংয়ের ভিডিও আসছে: ইলিয়াস হোসেন

ড. বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল শীঘ্রই মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে খুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *