ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে শনিবার (৩০ সেপ্টেম্বর) থেকে অবসরে যাচ্ছেন খন্দকার গোলাম ফারুক। এ উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে দেওয়া হয়। সেখানে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী কমিশনার।
রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে গোলাম ফারুক ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ডিএমপির দল হিসেবে তারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন আগামী দিনেও তারা নতুন কমিশনারকে সহযোগিতা করবেন।
সব সরকারি কর্মচারীকে একদিন অবসর নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের চাকরি একটু ব্যতিক্রম। যেখানে দিনরাত ২৪ ঘণ্টা ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়। সেখান থেকে হঠাৎ অবসর নেওয়া কঠিন হলেও এই বাস্তবতা মেনে নিতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ডিএমপি। এখানে সর্বদা দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন করা হয়। এই ইউনিটে প্রায় ১১ মাস কাজ করার সময় টিম ডিএমপি সার্বিক সহযোগিতা করেছে। ১৯৭১ সাল থেকে আজ অবধি স্বাধীনতার পরাজিত শক্তি বারবার দেশ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতা তাদের রুখে দিয়েছে।