সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগে একক ভাবে ভারতে সমার্থন নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ১৪ ও ১৮ সালের মতো ভারতে নিলর্জ্জের মতো এবার একতরফা নির্বাচনে সমার্থন দিয়ে যাচ্ছে।যা ফলে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে।কিন্তু ভারতে পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।অথচ বাস্তবে কি ঘটেছে তা দেখেছে দেশের ১৮ কোটি মানুষ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
পিয় পশ্চিমবঙ্গের দাদাবাবুরা, আমরা আপনাদের সাথে খেলি না। আমরা দিল্লির সাথে খেলি৷ আপনারা তো বাংলাদেশের সাথে খেলার যোগ্য না। না মেধায়, না হ্যাডমে, না টেকা পয়সায়। হুদাই তড়পান ক্যান দাদাবাবুরা। আপনারা খেলার যোগ্য হলেও খেলুম না। আপনারা একটা রাষ্ট্রের প্রদেশ। আমরা একটা সার্বভৌম রাষ্ট্র। যতো খারাপ রাষ্ট্রই হোক- এইটা রাষ্ট্র। আগে রাষ্ট্র হওয়ার যোগ্য হইয়া উঠেন। নয়তো দিল্লিকে কন্ট্রোল করার হ্যাডম অর্জন করেন, তারপরে খেলা হবে।