আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন লাগানোর কৌশল বেছে নিতে পারে- এমন শঙ্কার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুরে গার্ডার সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “আন্দোলন জমাতে বিএনপি আগুন লাগানোর কৌশল বেছে নিল কি-না, সেটাই এখন বড় প্রশ্ন। এই রহস্য উদঘাটন করতে হবে।”
তিনি বলেন, “বিএনপি অগ্নিসংযোগে জড়িত। ট্রেন পোড়ানো, ভাংচুর, মানুষ হত্যা এসব বিএনপির পুরনো অভ্যাস।
মন্ত্রী বলেন, “বিএনপি জনগণকে ভালোবাসে না, তারা চায় সাম্প্রদায়িক শক্তির উত্থান হোক। তারা ক্ষমতা চায়, তারা তাদের পকেট উন্নত করতে চায়, তারা দুর্নীতি করে অর্থ উপার্জন করতে চায়, তারা বিদেশে অর্থ পাচার করতে চায় এবং বাংলা ভাই তৈরি করবে।”
তিনি বলেন, যতদিন আমরা বেঁচে আছি, যতদিন মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে থাকবে, ততদিন সাম্প্রদায়িক-জঙ্গি অপশক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এখন থেকে আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আগুন নিয়ে খেললে তার সমুচিত জবাব দেওয়া হবে। সেজন্য প্রন্তুত থাকতে হবে।”