বিশ্বজুড়ে আকাশ যানের পরিমান ব্যাপক বেড়ে গেছে। তাই আকাশ যানের দুর্ঘটনার পরিমানও তুলনামূলক বেড়ে গেছে। এবার দক্ষিন কোরিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্থ হওয়ার ঘটনা ঘটেছে। প্রকৃতপক্ষে দাবানল নেভানোর কাজে ব্যবহৃত হেলিকপ্টারে এই দূর্ঘটনায় পতিত হলো।
দক্ষিণ কোরিয়ার পূর্ব গংউন প্রদেশের উপকূলীয় ইয়াজিয়াং কাউন্টিতে একটি হেলিকপ্টার বি/ধ্ব”স্ত হয়ে ৫ জন প্রয়াত হয়েছেন। ইয়োনহাপ বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। সিনহুয়া খবর।
ইয়োনহাপ জানিয়েছে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর হেলিকপ্টার থেকে পাঁচটি নিথর হয়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি ভেঙ্গে পড়ে এবং আগুন ধরে যায়। বনের দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালানোর সময় হেলিকপ্টারটি হঠাৎ করে বিধ্ব”/স্থ হয়।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পানি বহন ও অন্যান্য ভারি জিনিসপত্র পরিবহন করার জন্য এক সময় হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তবে এরপর সেখানে নতুন হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।