আজ এক বড় ধরণের বিপদ থেকে থেকে বেঁচে ফিরেছেন ঢাকাই সিনেমার এক সময়ের অন্যতম সাড়া জাগানো অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন এবং তার আপনজনরা। আজ ৯ জুন ভোরে গুণী এই অভিনেত্রীর মায়ের বাড়িতে এসির বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাওন নিজেই।
শাওন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ভোর ৫টার দিকে গুলশান ১ নম্বরে আমার মায়ের বাসায় আমার রুমের এসি বিস্ফোরিত হয়ে ভয়াবহভাবে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুইটি টিমের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আমার ঘরের পর্দা, বই, খাট সবকিছু পুড়ে গেছে! ‘
তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে নানাবাড়ি বেড়াতে গিয়ে তার ছোট ছেলে নিনিত ওই বাড়িতে একাই থাকে! আর আমার দুই ছেলের সঙ্গে গেলে ওই বাড়িতেই থাকি! আমি এখনও ভাবছি আমরা যদি আজ সেখানে থাকতাম তবে কী হত! ‘
প্রসঙ্গত, ১৯৬৯ সালে ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে কর্মজীবন শুরু করেন শাওন। তবে মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন নৃত্যশিল্পী হিসেবে। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে-‘চন্দ্রকথা’, ‘দুই দুয়ারী’, ‘আমার আছে জল’, ইত্যাদি।