বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তাদের অবাঞ্ছিত ঘোষণা করলে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সোমবার রাতে এক সভায় এই ঘোষণা আসে।
এরই প্রতিক্রিয়ায় মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, “আমরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জাতীয় পার্টিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী রুমন বকশি বলেন, “দেশের স্বাধীনতা এসেছে রক্তের বিনিময়ে, কোনো ষড়যন্ত্রকারী বা ফ্যাসিস্টকে আমরা এদেশের বিরুদ্ধে কিছু করতে দেবো না। জাতীয় পার্টির নেতাদের বক্তব্য দ্রুত প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।”