আওয়ামীলীগ সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থাকাতে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। দেশের গনতন্ত্র আজ হুমকির মুখে। উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও দুর্নীতির করে নিজেদের পকেট ভরেছে। যার কারনে দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে। নিত্য প্রয়োজনী দ্রব্যসহ প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ দিশেহারা। এখন ইচ্ছে করলেই এই সরকারকে ফালাইয়া দেয়া যাবে মন্তব্য করে যা বললেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আওয়ামী লীগ এখন বড় বিপদে আছে। ইচ্ছে করলেই এই সরকারকে ফালাইয়া দেয়া যাবে। এমন অবস্থায় আছে, এক মুহূর্তেই ফালাইয়া দেয়া যাবে।’
চুন্নু বলেন, আওয়ামী লীগ এখন ভয় পাচ্ছে, এ কারণে আগামীতে আগামীতে যদি বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে আওয়ামী লীগের খবর আছে।’
শনিবার (১৩ আগস্ট) দুপুরে তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাইকা ইউনিয়নের বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে বারুক বাজারে এক জনসভায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এসব কথা বলেন।
চুন্নু বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার সবকিছুর দাম বাড়ায়া দিছে। বিদ্যুৎ নাই, ২৪ ঘণ্টার মধ্যে ৮ ঘণ্টা, ১২ ঘণ্টাও থাকে না। মানুষ কষ্টে আছে। এ পরিস্থিতিতে তারা হাতে-পায়ে ধরে বলছে, তাদের ছেড়ে চলে না যেতে। এতদিন তাদের সাথে ছিলাম, তাদের ছেড়ে যেন চলে না যাই।
এ সময় চুন্নু বলেন, ‘বিএনপিও চায় আমরা তাদের সঙ্গে যোগ দিই। তারা বলেন, আমরা কী চাই, আমরা তাদের কাছে চাইতে পারি বিরাট কিছু। কিন্তু তারাও ভালো না, বিদ্যুতের দাবিতে আন্দোলন করায় ২১ জনকে মেরেছিল তারা।’
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব বলেন, আমরা আগামী এক বছর সংগঠন ঠিক করব, দলটাকে একটু গুছাবো, জোরদার করব, এক বছর পরে সিদ্ধান্ত নেব কার পক্ষে যাব।’
এ সময় চুন্নু বলেন, বঙ্গবন্ধুর মৃ/ত্যুর পর আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। এ সময় তারা চারটি দলে বিভক্ত ছিল। অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। ১৩ বছর ধরে ক্ষমতায় নেই বিএনপি, উপবাস। আওয়ামী লীগ চায় বিএনপিকে মুসলিম লীগের অবস্থা করে দিতে। জাতীয় পার্টি ৯০ থেকে ২০২২ পর্যন্ত ৩২ বছর ক্ষমতায় নেই। এই সময়ে জাতীয় পার্টি এদেশের রাজনৈতিক খেলায় শুধু রেফারির ভূমিকা পালন করেছে।আগামীতে রেফারি না ম্যারাডোনার খেলা খেলবে জাতীয় পার্টি।’
তিনি এ সময় বলেন, আপনারা যদি একটু দোয়া করেন, আল্লাহ যদি আমাকে রক্ষা করেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসবে।
চুন্নু বলেন, আমাদের চেয়ারম্যান গুণী মানুষ। দেশের জনগণ অসহায় অবস্থা থেকে মুক্তি চাইছে, তার মতামত অনুযায়ী সামনে আমাদের সিদ্ধান্ত জনগণের পক্ষেই যাবে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশ্ন করে চুন্নু বলেন, আওয়ামী লীগের কর্মী বাবারা, প্রশাসন দিয়ে তোমরা বেডাগিরি দেখাও, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে তোমাদের বাড়িঘরে হামলা হবে। উপায় নাই। কুইট্টালবো পিটায়া।’
জাইকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ এমদাদুল হকের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান দিদার, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো. উপজেলার আসমা আক্তার, নাজমুল সাকির নুরু সিকদার, জাইকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন, দেহুন্দা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সঞ্জু প্রমুখ।
প্রসঙ্গত, সরকারের বর্তমান অবস্থা খুবই খারাপ আন্দোলন করে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করা যাবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। সরকার বিএনপিকে আইনশৃঙ্খলা দিয়ে দমন করছেন বলেও তিনি জানান।