নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। যথাসময়ে নির্বাচন হবে। আমি হয়তো আগামীতে আর নির্বাচন করবো না। এর আগে একবার পতিতাপল্লি উঠিয়েছি। এখন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করব সব ভালো মানুষ নিয়ে। এটা করতে পারলে আমি আর নির্বাচন করবো না।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমিনা এমন নারায়ণগঞ্জ করতে চাই যেখানে মেয়েরা গভীর রাতে একা হাঁটতে ভয় করবে না। নির্বাচনের পর বিশেষ স্কোয়াড আনব। মাদক ব্যবসায়ী যেই হোক তাদের ছাড় দেব না। রাজনীতিতে মানুষের সেবা করতে এসেছি। আমি মারা গেলে যেন মানুষের চোখে একটু পানি আসে এতটুকুই আমার চাওয়া।
শামীম ওসমান বলেন, বিএনপির ছেলেরাও আমাদের ছেলে। ওরা ককটেল মারে সেটা ভিডিও করে। আদালতে যখন মামলা হবে তখন বলবে কী প্রমাণ আছে। তখন এই ভিডিও দেখানো হবে। যখন এই ককটেল ও আগুনের ভিডিও দেখানো হবে তখন এর চেয়ে বড় সাজা যাবজ্জীবন ও সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড। তখন কে কাদঁবে, ওর পরিবারের সদস্যরাই কাঁদবে। এই এলাকার আমার বেশ কিছু ছেলে ফেঁসে গেছে। এখনো সময় আছে থামার। সেগুলো আবার ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।