গতকাল রোববার (১৩ নভেম্বর) সবাইকে কাঁদিয়ে ঢাকা রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় সংগীতশিল্পী আকবর আলী গাজী। তবে পর্দায় ‘আকবর’ নামেই বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তারকাদের অনেকেই। তিনি সর্বপ্রথম ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে…’ শিরোনামের একটি গান গেয়ে সবার নজরে এসেছিলেন।
গানটির মিউজিক ভিডিও করে রাতারাতি নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। তবে তার আগে আকবর কিশোর কুমারের গানে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন।
এই জনপ্রিয়তার পেছনে আরেকটি কারণ অভিনেত্রী পূর্ণিমা। পূর্ণিমার গ্ল্যামার এদেশের উদীয়মান প্রজন্মকে মোহিত করেছিল। আর সেই গানের মডেল হয়ে আলোচিত হয়ে ওঠেন আকবর-পূর্ণিমা।
এদিকে জনপ্রিয় গায়ক আকবরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। স্মৃতিচারণ করলেন তাকে নিয়ে। দিলেন অবাক করা তথ্য।
রিকশাচালক থেকে গায়ক, তারপর তার সঙ্গে প্রথম মিউজিক ভিডিও করে পূর্ণিমা বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেখেনি এমন কেউ নেই। তাছাড়া হানিফ সংকেত ভাই আমার প্রিয় মানুষ। তার যে কোনো কাজ আমি করি। যেহেতু আকবর প্রথম ‘ইত্যাদি’ গান গেয়ে জনপ্রিয়তা পান। সেখানে তিনি আমাকে নিয়ে তার দ্বিতীয় গানের মিউজিক ভিডিও করার কথা ভাবলেন। আমি আর না করিনি। মিডিয়ায় অনেকেই এটা করার জন্য আমার ক্যারিয়ার হারানোর ভয় দেখিয়েছিলেন। অনেকে সাধুবাদও দিয়েছেন।
গায়ক আকবর যশোরে বড় হয়েছেন। এক সময় যশোর শহরের অলিগলিতে রিকশা চালাতেন আকবর। ওখানে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু গাইতেন। যে কারণে স্টেজ শোতে ডাক পেতেন। ২০০৩ সালে, আকবর যশোর এমএম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন। সে উপলক্ষে বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হন। এরপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এ আকবরকে নিয়ে একটি চিঠি লেখেন। এরপর আকবরের সঙ্গে যোগাযোগ করেন ইত্যাদি টিম।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, বিগত অনেকদিন ধরেই কিডনি, ডায়বেটিক্সসহ নানা জটিলতায় ভুগছিলেন আকবর। কত কয়েকদিন আগেই তার একটি পাওয়া কেটে ফেলা হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে।