সম্প্রতি বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সং/ঘাতের সৃষ্টি হয় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে। তবে এই ঘটনার একক দায় চাপাচ্ছে বিএনপির ওপর সরকার।কিন্তু ঘটনাটি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর পূর্বপরিকল্পিত। যদিও বিভিন্ন মহলে সরকার বিএনপির ওপর দোষ চাপিয়ে ফাঁয়দা নেওয়া চেষ্টা করছে।আর এই ঘটনার নেপথ্যে কারা ছিল ইতিমধ্যে প্রকাশ্যে আসা শুরু করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাটকদের জন্য নিচে দেওয়া হলো।
আওয়ামী লীগ পুলিশ পিটায়ে মার্ছে।সূত্র বলছে, পুরো ঘটনাটিই ছিল পুলিশের পূর্বপরিকল্পিত। তারা বিএনপি’র প্রোগ্রামের অনুমতির আড়ালে একটা ছক আগে থেকেই কষে রেখেছিল। এ কাজে সর্বাত্মক সহায়তা করেছে পল্টন জোনের এসি রুহানি। রুহানি সাবেক ছাত্রলীগের সেক্রেটারি রাব্বানীর ভাই। এসি মতিঝিল রুহানীর তত্ত্বাবধানে পল্টন থানা ছাত্রলীগের সেক্রেটারি পিয়ালের লোকজন দিয়ে হোটেল ঈসা খাঁর সামনে বিএনপি’র লোক সেজে, প্রথমে বিচারকদের বাস ভবনে পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে তারা হাওয়া হয়ে যায়। এরপর বাকি কাজ বিপ্লব সরকার ও ডিসি রমনা আশরাফুল আজিম করে দেয়। তাদের অন্যতম উদ্দেশ্য ছিল কাকরাইলের চার্চে ও সিদ্ধেশ্বরীর কালী মন্দিরে যেকোনো ভাবে হামলা করে বিএনপি-জামায়াত কর্মীদের দোষী আখ্যায়িত করা। কিন্তু ঘটনার তীব্রতায় ওই দলটি ছত্রভঙ্গ হয়ে গেলে সে পরিকল্পনা আর সফল হয়নি।