জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও খেওয়াচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বাবা ছামিউল হক (৮০) মারা গেছেন। বুধবার রাতে ঢাকার আহছনিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছামিউল হক দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা এবং বিকাল ৩টায় খেয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিজ গ্রাম চিনারচরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ সময় সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার সমীর সাত্তার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহিনা বেগম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, সাধারন সম্পাদক মো. ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।