বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন নেতা-নেত্রীকে নিয়ে প্রায় সময় বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। অনেক সময় তাদের কর্মকান্ড নিয়ে দলের মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দেয়। তেমনি গত কয়েকদিন আগে দলের এক নেত্রীর কান্ড নিয়ে দলের মধ্যে বেশ আলোচনা শুরু হয়। অবশেষে সেই নেত্রী আওয়ামী লীগের উপকমিটি থেকে বাদ পরে মুখ খুললেন।
বারবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৪ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি। এ বিষয়ে হেলেনা জাহাঙ্গীর যুগান্তরকে বলেন, আমি এখন পর্যন্ত অফিসিয়াল কোনো চিঠি পাইনি। এ রকম সিদ্ধান্ত নেওয়া হলে আমার কিছু করার নেই।
উল্লেখ্য, এই নেত্রীকে নিয়ে এর আগেও বেশ কয়েকবার আলোচনা দেখা দেয়। আর গত কয়েকদিন আগে তিনি নতুন সংগঠন করেন। ওই নতুন সংগঠনের নাম দেওয়া বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরপরই তাকে আওয়ামী লীগের পদ সরিয়ে দেওয়া হয়।