হাসিনা বিএনপিকে গিলে খেতে চেয়েছিল; পারেনি।
তবে জাতীয় পার্টি মোটামুটি খেয়ে ফেলেছে। জাতীয় পার্টিকে আবার সংসদে প্রধান বিরোধী দল বানিয়ে বাকিটাও খেয়ে ফেলতে পারবে হাসিনা।
কীভাবে?
আওয়ামীলীগের স্বতন্ত্র এমপি আছে ৬২ জন। প্রধান বিরোধী দল হওয়ার জন্য লাগে ২৫/৩০ জন এমপি।
জাতীয় পার্টিকে ২০ জনের মতো ধার দিলে হয়ে যাবে।
৬২ জন থেকে প্রথম বছরে ২০ জন; দ্বিতীয় বছরে অন্য ২০ জন এবং তৃতীয় বছরে শেষ ২০ জনকে দিয়ে রোটেট করতে পারে হাসিনা।
প্রথম বছর শেষে ২০ স্বতন্ত্র এমপি জিএম কাদেরকে অপদার্থ, অযোগ্য ইত্যাদি আখ্যায়িত করে বিরোধী দল থেকে বেরিয়ে আসবে। পরের দুই গ্রুপও একই কাজ করবে।
এভাবে তিন বছর গেলে জাতীয় পার্টি জয় বাংলা হয়ে যাবে।
পরের দুই বছর স্বতন্ত্র ৬২ জন মিলে বিরোধী দল বানাবে।
৫ বছর পার করতে হলে এভাবেই খেলে খেলে পার করতে হবে হাসিনাকে।
Home / opinion / আওয়ামীলীগের স্বতন্ত্র এমপি আছে ৬২ জন, জাতীয় পার্টিকে ২০ জনের মতো ধার দিলে হয়ে যাবে : সঞ্জু
Check Also
আগামীকাল ক্যান্টনম্যান্টে হামলার পরিকল্পনা করেছে আঃলীগ, মিটিংয়ের ভিডিও আসছে: ইলিয়াস হোসেন
ড. বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল শীঘ্রই মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে খুব …