নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী ভোটারের সংখ্যা বেশি বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর। সোমবার (১১ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। একই সঙ্গে এই সরকারকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠ হওয়ারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চুন্নু বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী ভোটারের সংখ্যা বেশি। ভোটাররা কেন্দ্রে এলে জাতীয় পার্টি এই সরকারকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হতে পারে। তবে এ জন্য কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
জাতীয় পার্টি ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা করছে উল্লেখ করে চুন্নু বলেন, ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিলে জাপার লাভ বেশি। এ জন্য ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা করছে জাপা।
নির্বাচনের আসন নিয়ে সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, আসন নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। নির্বাচনী কৌশল হিসেবে আসন নিয়ে সমঝোতা হতে পারে।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সকল শঙ্কার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমরা নির্বাচনে এসেছি সরে যাওয়ার জন্য নয়। নির্বাচন করার জন্যই জাতীয় পার্টি নির্বাচনে এসেছে। তবে দলীয় স্বার্থে যেকোনো সিদ্ধান্তই হতে পারে বলেও জানান তিনি।
চুন্নু আরও বলেন, ২০১৪ সালের নির্বাচন স্বাভাবিক ছিল না। আমরা আশা করছি এবারের নির্বাচন স্বাভাবিক হবে। এবারের নির্বাচনের জন্য জাতীয় পার্টির ইশতেহারও প্রস্তুত রয়েছে।