সম্প্রতি বাংলাদেশ নিয়ে কথা বলেছে রাশিয়া। বিশেষ করে রাশিয়া বলে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা করবে না কোনো হস্তক্ষেপ। আর সেই থেকেই এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এবার এ বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু;
আওয়ামী লীগ কেন রাশিয়ার মালা গলায় পরতেছে না বুঝতে পারছেন? কেন এতো দ্রুত পল্টি মারলো? আওয়ামী লীগ বুচ্চে তারে সোভিয়েত মডেলের রাষ্ট্র বানায়ে দেয়া হবে পয়েন্টে পয়েন্টে মিলায়ে। দেখায়ে দেয়া হবে সরকার বিরোধীদের সে সোভিয়েত ইউনিয়নের মতো শ্রেণীশত্রু গন্য করতেছে। সোভিয়েত ইউনিয়ন শ্রেণীশত্রুদের যেমনে নির্মুল করতো সেইভাবে হাসিনা বিরোধীদের নির্মুল করতেছে। তাই রাশিয়া হাসিনার সাপোর্টে দাড়াইছে। খালি তো ফেইসবুকে স্ট্যাটাস দিছি, তাতেই মোমেন কান্নি মার্ছে। কোন খেলায় কোন বাউন্সার দিতে হবে সেইটা খুব ভালো জানা আছে। শ্রেনীশত্রু নিধনের আর্গুমেন্ট পশ্চিমা দুতাবাসেরা দিতে পারতো না। এইটা আমাদেরই করতে হবে।
আসো রাশিয়া আর আওয়ামী লীগ। খেলা হবে। খেলা কারে বলে দেখায়ে দেয়া হবে।
প্রসঙ্গত, এ দিকে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তবে এ নিয়ে বাংলাদেশও তার অবস্থান করেছে পরিষ্কার। ড.মোমেন বলেছেন তারা চায় না রাশিয়া বা আমেরিকা কেউই যেন বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ না করে।