বাংলাদেশের রাজনীতি কোন পথে পরিচালিত হয়, সে বিষয়ে অনেক বিশ্লেষকেরা নান ধরনের মন্তব্য করে থাকেন। তবে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা তাদের মিশন ও ভিশনের কথা জানিয়েছিল। যেখানে তারা বঙ্গবন্ধুর আদর্শ ও তার ভিশন মিশন দিয়েই দেশ পরিচালনা করার দিকে গুরুত্ব দিয়ে কাজ করা শুরু করে। এবার এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন সমালোচক পিনাকী ভট্টাচার্য। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তার সেই পোষ্টটি হুবহু তুলে ধরা হলো-
আওয়ামী লীগের আদর্শ ও দর্শন কী?
খুব সিম্পল।
ভালশুনরা দেশ চালাবে, টাকা কামাবে। দেশটার ভবিষ্যৎ এভাবেই ভালশুনরা জয় বাংলা করে দেবে। এটাই ছিলো শেখ মুজিবের পলিটিক্যাল প্রজেক্ট-ভালশুনদের ক্ষমতায়ন।
যে স্কুলের দপ্তরি হইতো সে ইউনিভার্সিটির ভিসি হবে। যে চৌকিদার হইতো সে সেনাপ্রধান হবে, যে মুদিখানার দোকানদার হইতো সে শিল্পপতি হবে, যে যাত্রাপালায় এক্সট্রা হইতো সে সেরা নাইকা হবে। যে গ্রামের হাটে চুল্কানির ওষুধ বেচতো সে এমপি হবে। আর যার ছয় বচ্ছর লাগে ডিগ্রি পাশ দিতে সে পিএম হবে।
জয় বাংলা জয় ভালশুন।
প্রসংগত, পিনাকী ভট্টাচার্য বর্তমানে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করে নানাভাবে ধুয়ে দিয়ে থাকেন। তবে তার সমালোচনার পেছনে অনেক নিগুড় কারণ রয়েছে। অবশ্য অনেকেই জানিয়েছেন, তিনি প্রকৃত পক্ষে আওয়ামী লীগ সরকারের কিছু নেতার কারণে দেশ ছাড়তে বাধ্য হন। সেই থেকে তিনি আ.লীগ সরকারের সমালোচনা করে চলেছেন।